বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে আ' লীগের সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৬:০৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৭:৩৫
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালানোর প্রতিবাদে ফরিদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় প্রথমে বিক্ষোভ সমাবেশ ও পরে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ. কে. আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি জিয়াউল হাসান মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তি বিএনপি-জামাতের বলে বলীয়ান হয়ে দেশে অপকর্ম শুরু করেছে। তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মতো ন্যাক্কারজনক এবং ক্ষমার অযোগ্য অপকর্ম করেছে। এই অপশক্তিকে এখনই প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এই অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ কাজে ব্যর্থ হলে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতাকামী শক্তি দেশকে বিএনপি-জামায়াতের বসবাসের আযোগ্য করে দেবে।

বক্তারা বলেন, এই সুযোগে সাম্প্রদায়িক চক্র দেশের মধ্যে হানাহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা করতে পারে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে স্বাধীনতার চেতনা। যারা তা ভেঙেছে তারা স্বাধীনতাবিরোধী। তাদের এদেশে জায়গা হবে না। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে ঘাপটি মেরে আছে। এরা সুযোগ পেলেই হিংস্র ছোবল মারে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে আস্ফালন করে মহান বিজয়ের মাসে তারা অস্তিত্ব জানান দিচ্ছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের আলীপুর মোড় থেকে শুরু হয়ে মুজিব সড়ক ঘুরে নিলটুলী স্বর্ণকারপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, শুক্রবার রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরে জাতির পিতার নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।