ফরিদপুরে নৌকা প্রতীককে জয়ী করে সমৃদ্ধ পৌরসভা গড়ার আহ্বান

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গণসংযোগকালে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে. আজাদ- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ১০:৩৪
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অমিতাভ বোসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সমৃদ্ধ পৌরসভা গড়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার দুপুর থেকে রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণাকালে বিশিষ্ট ব্যক্তিত্ব ও দলীয় নেতারা এই আহ্বান জানান।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোসকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে. আজাদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মাইনুদ্দিন আহম্মেদ মানু, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম জিন্না, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আ'লীগের উদ্যোগে একাধিক পথসভা ও গণসংযোগে অংশ নেন নেতৃবৃন্দ। এতে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয়রাও উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
গণসংযোগকালে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে. আজাদ বলেন, দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী অমিতাভ বোসকে ভোট দিয়ে মেয়র পদে আসীন করে পৌর এলাকার বাসিন্দাদের জন্য সমৃদ্ধ পৌরসভা গড়ে তোলার সময় এসেছে, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।
উন্নত সেবার নিশ্চয়তা দানকারী পৌরসভা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে অমিতাভ বোসকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।