ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রকল্পের কাজ পরিদর্শনে মেয়র আইভী

প্রকল্পের কাজ পরিদর্শনে মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ১১:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন ও বেশ কয়েকটি নতুন কাজের উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার তিনি নগরের দেওভোগ সাকিম আলী জামে মসজিদের মিনার পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর কিল্লারপুল এলাকায় নলখাল ও গঞ্জেআলী খাল খনন ও সংস্কার এবং বরফকল মাঠ সংলগ্ন নাসিকের চারটি ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন।

দেওভোগ সাকিম আলী জামে মসজিদের মিনার পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, মসজিদের উন্নয়নের ব্যাপারে তিনি খুবই আন্তরিক। এ মসজিদটির উন্নয়নে চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। যে মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হলো, আমি ব্যক্তিগতভাবেও এখানে সহযোগিতা করার চেষ্টা করব।

এরপর মেয়র প্রায় চার কোটি টাকা ব্যয়ে গঞ্জেআলী খাল ও নলখালী খাল খনন ও সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে সব খাল খনন করছি, তার ধারাবাহিকতায় গঞ্জেআলী খাল ও নলখালী খাল খনন উদ্বোধন করা হলো। দীর্ঘ দিন ধরে কিল্লারপুল ও হাজীগঞ্জবাসীর দাবি ছিল খালটি খনন করে দুই পাশ বাঁধাই করে দেওয়ার। গঞ্জেআলী খাল ও নলখালী খাল খনন ও সংস্কার কাজের উদ্বোধন শেষে মেয়র বরফকল মাঠ সংলগ্ন চারটি নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, দখলদারদের কবল থেকে সিটি করপোরেশনের প্রায় ৯৫ ভাগ জায়গা দখলমুক্ত করেছি। সিটি করপোরেশনের অনেক জায়গা এখনও দখলে রয়েছে, সেগুলো দখলমুক্ত করা হবে।

পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন নাসিকের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, ঠিকাদার কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা শরীফ হিরা, আব্দুল মোতালেব প্রমুখ।

আরও পড়ুন

×