বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

লাশ উদ্ধারের ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ১০:২৯
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর-কোনবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজ শিকদার (৫৫) ও তার ছেলে সাঈদী শিকদার (২০)।
ওই বাবা-ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, সিরাজ শিকদার অপরাধ জগতের সঙ্গে জড়িত। তার সঙ্গে দলের অন্যদের কোন্দলের জেরে তাকে ও তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বেলকুচি থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, বাবা ও ছেলে রান্ধুনীবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চর-কোনাবাড়ী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দু'টি ময়নাতদন্তের জন্য বুধবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরও জানান, নিহত সিরাজ শিকদারের নামে থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। এ জোড়াখুনের রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- বাবা-ছেলে খুন