ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্য, ছাত্রলীগের ২ নেতার পদ স্থগিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্য, ছাত্রলীগের ২ নেতার পদ স্থগিত

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ২২:২১

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্লা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলন মোল্লা ও আমিরুল ইসলাম রুহুল দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের ছাত্রলীগ থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

×