ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনায় শ্রীপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থীর মৃত্যু

করোনায় শ্রীপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থীর মৃত্যু

শহিদুল্লাহ শহীদ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ০৯:৪৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ | ০৯:৫০

টানা ১৪ দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল্লাহ শহীদ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শ্রীপুর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন শহীদ। তার বয়স হয়েছিল ৪৪ বছর। 

এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার বাবা প্রয়াত ইয়াকুব আলী মাস্টারও একই উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী ছিলেন শহীদ। তার মৃত্যুতে মেয়র পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

শহীদের বন্ধু অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন শহীদ। অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মেয়র পদে নির্বাচনের তফসিল ফের ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×