ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণা করতেন তিনি

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণা করতেন তিনি

পুলিশের সঙ্গে অভিযুক্ত ইশতিয়াক

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ০৫:০৬

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ইশতিয়াক মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ইশতিয়াক বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার হাকিরমোড় এলাকার হাফিজার রহমানের ছেলে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল- এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে নজরে রাখে। এরই এক পর্যায়ে শনিবার দুপুরে বাদুরতলা এলাকায় একটি কোম্পানির অফিসে গিয়ে এডিসি পরিচয় দিয়ে প্রতারণা করতে যান তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশকেও এডিসি পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। পরে যাচাই করে দেখা যায়, তার পরিচয়পত্র ভুয়া। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‌‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন থেকে এডিসি পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তাকে গ্রেপ্তার করার সময় সে এমন আচরণ করে তাতে পুলিশও ভড়কে যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে একজন প্রতারক।’

আরও পড়ুন

×