চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০১:৪৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০২:৪৬
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ৯ বছরের শিশু ফাতেমা আক্তার মিমকে ধর্ষণের পর হত্যা মামলায় আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক জমিউল হায়দারের আদালত এ রায় দেন। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন বিজয়, মো. রবিউল ইসলাম রুবেল, মো. হাছিবুল ইসলাম লিটন, মো. আকসান মিয়া হাসান, মো. সুজন, মো. মেহেরাজ টুটুল, মনিরুল ইসলাম মনু ও শাহাদাত হোসেন সৈকত। এদের মধ্যে শাহাদাত পলাতক থাকলেও অন্য সকল আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি এম এ নাসের সমকালকে বলেন, শিশু মিমকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আট আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।
মায়ের সঙ্গে বিরোধের জেরে ২০১৮ সালের ২১ জানুয়ারি নগরীর আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশু মিমকে। মৃতদেহ উদ্ধারের পর মামলা করেন তার মা। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
ফাতেমা আক্তার মিম আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. জামাল উদ্দিন ওয়াশিং মেশিনের কাজ করেন। তাদের বাসা ছিল আকবরশাহ এলাকার কনকর্ড সী-ওয়ার্ল্ড’র রাজা কাশেমের কলোনিতে।
- বিষয় :
- চট্টগ্রামে ধর্ষণ
- শিশু ধর্ষণ ও হত্যা