ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আধুনিক নগরী হবে ময়মনসিংহ: মেয়র টিটু

আধুনিক নগরী হবে ময়মনসিংহ: মেয়র টিটু

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৭:৫২

ময়মনসিংহকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সোমবার দুপুরে  সিটি কর্পোরেশনের শাহাব উদ্দিন মিলানায়তনে এই মতবিনিময় সভায় এ কথা জানান মেয়র। সম্প্রতি একনেকে সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় ওই সভার আয়োজন করা।

মেয়র টিটু জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) অবকাঠামো উন্নয়নে এক হাজার ৫৭৫ কোটি টাকার একটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালের ১৪ অক্টোবর ৯০.১৭ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দেশের ১২তম ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মসিকের জনসংখ্যা ৮ লাধিক। সিটি করপোরেশন প্রতিষ্ঠার আগে বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার আয়তন ছিল ২১.৭৩ বর্গ কিলোমিটার। নতুন সম্প্রসারিত ৬৮.৪৪ বর্গ কিলোমিটার নতুন এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। ফলে নাগরিকসেবা উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি প্রণয়ন করা হয়। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, অভার ব্রিজ, ফুটপাতসহ সার্বিক উন্নয়নে কাজ করার জন্য ব্যয় হবে।

সিটি কর্পোরেশনের উন্নয়ন ভাবনা ও সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে একনেকের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক ১ হাজার ৫৭৫ কোটি টাকার বরাদ্দকৃত প্রকল্প নিয়ে সিটি করপোরেশনের মেয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহকে একটি সুন্দর আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ সময় সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাসহ নগরীর বিভিন্ন সমস্যায় অগ্রাধিকার ভিত্তিতি উন্নয়ন কাজ করার প্রত্যয় ঘোষণা করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, তত্ত্ববধায়ক  প্রকোশলী রফিকুল ইসলাম মিয়া, সিটি কর্পোশেনের সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, স্বাস্থ্য কর্মখর্তা ডা. এইচ কে দেবনাথ ও গণসংযোগ কর্মকর্তা মাহবুবুল হক রাজীব প্রমুখ।

আরও পড়ুন

×