ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচতলা ভবন

পাঁচতলা ভবনটি হেলে আটতলা ভবনের ব্যালকনির সঙ্গে ঠেকে গেছে -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১০:৩৫

চট্টগ্রামে একটি পাঁচতলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে। সোমবার পাশের ভবনের মালিকের অভিযোগ পেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) লোকজন ভবনটি দেখে এসেছেন। তবে তারা কোনো ব্যবস্থা নেননি। 

মঙ্গলবার চউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নগরের খুলশী থানার হাবীব লেইনের ৪৩৮৪/এ মমতাকুঞ্জ নামে পাঁচতলা ভবনটির মালিক মমতাজ বেগম। বাড়িটিতে কেউ থাকেন না। পাশে একটি আটতলা ভবন রয়েছে। ভবনটির ব্যালকনির সঙ্গে পাঁচতলা ভবনটি হেলে পড়েছে।

চউকের ইমারত পরিদর্শক প্রিয়তোষ দাশ সমকালকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটিতে কাউকে পাওয়া যায়নি। পাঁচতলা ভবনটির দক্ষিণ-পূর্ব কোণের পাশের আটতলা ভবনের ব্যালকনির সঙ্গে লেগে গেছে। কিন্তু ভবনের কোথাও ফাটল দেখা যায়নি। ভবন মালিককে খবর দেওয়া হলে তার ছেলে এসে ভবনের নকশা দেখিয়েছেন। তাদের নকশা অনুমোদন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সিডিএর অথরাইজড অফিসার মো. ইলিয়াছের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে খবর নিয়ে মঙ্গলবার ভবনটি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

×