মেঘনায় বিয়ের ট্রলার ডুবে প্রাণ গেল কনেসহ ৭ জনের

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, হতাহতদের স্বজন ও এলাকাবাসীর ভিড়। ছবি: সমকাল
নোয়াখালী, হাতিয়া ও কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ১০:০২
লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে রামগতির চরগাজী ইউনিয়নের টঙ্কির খাল মাছঘাট এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা পর্যন্ত নববধূ, শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়।
বরসহ প্রায় অর্ধশত যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলে, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিহতরা হলেন- হাতিয়া উপজেলার কালন্দি ইউনিয়নের নলেরচর এলাকার মো. ইব্রাহীমের মেয়ে নববধূ তাছলিমা বেগম (২১), একই এলাকার আলী আকবরের স্ত্রী আছমা বেগম (২৫), তাদের মেয়ে লামিয়া আক্তার (২), মো. আলমগীরের মেয়ে লিলি আক্তার (৮), ফয়েজ আহাম্মদের মেয়ে রূপা আক্তার (৫), আলাউদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০) ও খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। তবে নিখোঁজ যাত্রীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তাদের বাড়ি হাতিয়ার নলেরচর ও ভোলার মনপুরা উপজেলার ঢালচর এলাকায় বলে জানা গেছে।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষ করে হাতিয়ার নলেরচর থেকে বিকেল ৩টার দিকে বরযাত্রীবাহী একটি ট্রলার মনপুরার ঢালচর এলাকার উদ্দেশে রওনা দেয়। ৬৫ থেকে ৭০ জন যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারটি রামগতির সীমান্তবর্তী টঙ্কির খাল মাছঘাট এলাকার কাছাকাছি পৌঁছালে তীব্র স্রোতের মুখে মেঘনায় তলিয়ে যায়। এতে ট্রলারের সব যাত্রী নদীতে ডুবে গেলে স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে এগিয়ে যান। খবর পেয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য, রামগতি ফায়ার সার্ভিস কর্মী ও কোস্টগার্ড সদস্যরা গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের প্রচেষ্টায় নদী থেকে নববধূসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া বর মনপুরা উপজেলার ঢালচরের বেল্লাল মিস্ত্রির ছেলে মো. শরিফসহ অর্ধশতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, নিখোঁজদের উদ্ধারে তারাসহ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, বরযাত্রীবাহী ট্রলারডুবির এ ঘটনাটি হৃদয়বিদারক। এ সময় তিনি নিখোঁজদের উদ্ধারে সবার সহযোগিতা চান।
- বিষয় :
- মেঘনায় ট্রলার ডুবি
- ট্রলার ডুবি