সমকালের ক্যালগেরি প্রতিনিধি বুলবুলের মায়ের ইন্তেকাল

সেলিনা খাতুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০২:৪৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ১১:২২
দৈনিক সমকালের কানাডার ক্যালগেরি প্রতিনিধি, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আহসান রাজীব বুলবুলের মা সেলিনা খাতুন (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
রোববার রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার বাদ আসর নামাজে জানাজার পর রাজবাড়ী ভবানীপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
স্ত্রী'র মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সাংবাদিক সানাউল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সেলিনা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার রাজবাড়ীর বড় মসজিদ, পুরাতন পাওয়ার হাউজ মসজিদ, এতিমখানা মসজিদ এবং বিনোদপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।