ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দীর্ঘদিন প্রেমের পর অন্যত্র বিয়ে, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণমামলা

দীর্ঘদিন প্রেমের পর অন্যত্র বিয়ে, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণমামলা

প্রতীকী ছবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৯

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন (২০) বছরের এক তরুণী। 

বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদি হয়ে উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার চাচাতো ভাই বশির মীরের (২৬) নামে এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, আটখালী গ্রামের খোর্শেদ মীরের ছেলে বাশির মীর। অভিযুক্ত বশির ও অভিযোগকারী যুবতী আপন চাচাতো ভাইবোন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায় বশির ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে বিষয়টি জানাজানি হলে বশির অন্য মেয়েকে বিয়ে করেন।

এ বিষয় জানতে চাইলে ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবর রহমান মোল্লা বলেন, এর আগে বশির ও অভিযোগকারীর তরুণীকে নিয়ে গত নভেম্বর মাসে একটি শালিস হয়েছিল। কিন্তু সেখানে ওই তরুণী নারী নির্যাতন সংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করলে আমারা আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেছি।

গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, চাচাতো ভাই বশিরের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর আগে ওই তরুণীর বিয়ের প্রস্তাব আসলে বাশির তা ভেঙে দিতেন। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তার ও তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×