ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে 'জ্বরে' কারাবন্দীর মৃত্যু

চট্টগ্রামে 'জ্বরে' কারাবন্দীর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সদস্য আমির হোসেন লিটন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

আমির গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার মোফাচ্ছের হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাঁশখালী ও হাটহাজারী থানায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান বলেন, কারাগারে বন্দী আমির হোসেন অসুস্থবোধ করায় গত ১২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুত্রক্রবার সকালে তিনি মারা গেছেন।

চট্টগ্রাম কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, বন্দী আমির পাঁচ-ছয় মাস আগে একবার জ্বরে আক্রান্ত হন। তখন চিকিৎসা করে তাকে ভাল করেছিলাম। গত ৫ ডিসেম্বর ফের জ্বরে আক্রান্ত হন। কারা হাসপাতালে রেখে প্রায় এক সপ্তাহ চিকিৎসা করা হলেও তিনি সুস্থ না হওয়ায় ১২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

আরও পড়ুন

×