ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নেপালকে বাণিজ্য খাতে বিনিয়োগের প্রস্তাব চসিক প্রশাসকের

নেপালকে বাণিজ্য খাতে বিনিয়োগের প্রস্তাব চসিক প্রশাসকের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ১১:০৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র। 

শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা বোর্ড ক্লাবে তাদের সাক্ষাৎ হয়। এ সময় নেপালকে চট্টগ্রামের বাণিজ্য ও পর্যটন খাতে বিনিয়োগের জন্য প্রস্তাব দেন চসিক প্রশাসক সুজন।

নেপালের রাষ্ট্রদূতকে চসিক প্রশাসক বলেন, চট্টগ্রাম ও নেপাল প্রকৃতিগতভাবে পাহাড়ি এলাকা। এই মিল ছাড়াও এ দুই অঞ্চলের অধিবাসীদের জীবন ধারায়ও অনেক মিল রয়েছে। চট্টগ্রাম নগরী পাহাড়, নদী আর সাগরের মেলবন্ধনে গড়ে উঠেছে। নেপালের সঙ্গে চট্টগ্রামসহ বাংলাদেশ-নেপালের ব্যবসা-বাণিজ্যের সম্প্র্রসারণ ও অগ্রগতির স্বার্থে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির পাশাপাশি নগরীর সৌন্দর্যকে আরও নান্দনিক ছোঁয়ায় সাজিয়ে তুলতে পর্যটন খাতে নেপাল বিনিয়োগ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন নেপাল কৃষিসামগ্রী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নেত্রা বাহাদুর বুলন্দর, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাঞ্চন রাজ পান্ডে ও বিশোন প্রাসাদ, বাংলাদেশের নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া সেটরি, দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুলার সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।

আরও পড়ুন

×