রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবজ্যোতি বসাক পার্থ
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৮:১১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক পার্থর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী জেলার নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।
পার্থর সহপাঠীরা জানান, বিভিন্ন সময় তিনি মানসিক চাপে থাকতেন। তবে সেসব চাপের বিষয়গুলো সহপাঠীদের সঙ্গে শেয়ার করতেন। শনিবার সকালে তার পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেন তিনি ‘আত্মহত্যা’ করেছেন সেটি মানতে পারছেন না তার সহপাঠীরা। তারা আরও জানান, পার্থর মরদেহ পটুয়াখালী মেডিকেলের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তবে কখন শেষকৃত্য সম্পন্ন হবে কেউই তা জানাতে পারেননি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাবির নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, যতদূর জানতে পেরেছি, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্থ 'আত্মহত্যা' করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এ পর্যন্ত জানা যায়নি। তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি তিনি মানসিক চাপে ভুগছিলেন।
তিনি আরও বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা অনেক বেড়েছে গেছে। করোনা পরিস্থিতিতে এ ধরণের ঘটনাগুলো ব্যাপকতা পাচ্ছে। এক্ষেত্রে হয়তো আমরা তাদের সঠিকভাবে কাউন্সিলিং করতে পারছি না। আমরা এভাবে আর কোনো পার্থকে হারাতে চাই না।’ এ সময় তিনি পার্থ’র শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।