ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

ছবি: সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৯:১৮

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকা মহাদেশের প্রাণী জেব্রার পরিবারে নতুন অতিথি এসেছে।

শনিবার সকাল ১০টার দিকে শাবকটির জন্ম হয়। দেশের সাফারি পার্কে নিরাপদ আবাসস্থল ও উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় জেব্রার প্রজননে এই সাফল্য এসেছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সদ্যোজাত শাবকটি মাদি।

এদিন দুপুরে জেব্রা বেষ্টনী ঘুরে দেখা যায়, নতুন অতিথিকে কাছে পেয়ে জেব্রা পরিবারের অন্য সদস্যরাও বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। শাবকটিকে সার্বক্ষণিক কাছে রাখছে মা জেব্রা। কিছুক্ষণ পর পর শাবকটি মায়ের দুধ পান করছে।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, জেব্রা পরিবারের নতুন সদস্য সুস্থ রয়েছে। শাবকটিকে নজরদারিতে রাখা হয়েছে।

পার্কের সহকারী ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এই পার্কে আফ্রিকান প্রজাতির প্লেইন জেব্রা প্রজননের নিরাপদ আবাসস্থল এবং এখানে উপযুক্ত পরিবেশ রয়েছে। শাবকটির জন্মের মধ্য দিয়ে এটিই প্রমাণ হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা এবং চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, এই পার্ক আফ্রিকান জেব্রার চিরচেনা সেই আবাসস্থল। আগামীতেও জেব্রার প্রজননে এ পার্ক বিশেষ সাফল্য দেখাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

পার্কের কর্মকর্তারা জানান, জেব্রা তৃণভোজী ও শান্ত স্বভাবের। আবদ্ধ অবস্থায় জেব্রা ২০ থেকে ২৫ বছর বেঁচে থাকে।

আরও পড়ুন

×