ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার আকাশ রায় নিরব

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৮:৪১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ | ০৯:৩৩

নীলফামারীর ডিমলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আকাশ রায় নিরব নামে এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত আকাশ ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গণেশ রায়ের ছেলে।

পুলিশ জানায়, আকাশ শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোষ্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে ওই এলাকার লোকজন একত্রিত হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশ রায়কে ২৪ ঘন্টার মধ্যে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×