ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা, দ্বিতীয় দফা সাক্ষ্য দিলেন তিনজন

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা,  দ্বিতীয় দফা সাক্ষ্য দিলেন তিনজন

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ১০:১৮

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবিরের আদালতে রোববার সাক্ষ্য দেন সাংবাদিক ইয়ারব হোসেন। 

এ ছাড়া কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও শওকত হোসেন দ্বিতীয় দফা সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ।

আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, আব্দুল মজিদ, সৈয়দ ইফতেখার আলী ও মিজানুর রহমান পিন্টু।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় সন্ত্রাসী কায়দায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আক্রমণ করার চেষ্টা করেছেন। এ ব্যাপারে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। আদালত তাদের সতর্ক করেছেন।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে পাওয়া গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় গাড়িবহরে হামলায় নেতৃত্ব দেন সাতক্ষীরা-১ আসনের তৎকালীন বিএনপিদলীয় সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ন্যায়বিচার হলে আসামিরা আইন অনুযায়ী শাস্তি পাবেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আইন অনুযায়ী এই মামলা পরিচালনা করবেন সাতক্ষীরা আদালতের পিপি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এই মামলা পরিচালনা করার কোনো ধরনের অধিকার নেই। বেআইনিভাবে তারা রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, মামলার বিবরণে যা বলা হয়েছে, সেদিন এ রকম কোনো ঘটনা ঘটেনি। বিরোধীদলীয় নেত্রী কলারোয়া ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি ও পরে কয়েকজন সাংবাদিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

আরও পড়ুন

×