ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

কালভার্ট ভেঙে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে

ময়মনসিংহ ও মুক্তাগাছা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০১:৫০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ | ০২:৩৬

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছায় একটি পুরনো কালভার্ট ভেঙে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহগামী একটি পণ্যবোঝাই ট্রাক পারাপারের সময় কালভার্টটি ধসে পড়লে সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে অন্তত চারদিন সময় লাগবে।

এই সড়ক দিয়ে টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পাবনাসহ উত্তরাঞ্চলে চলাচলকারী যানবাহনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কটিতে চলাচলকারী সাধারণ মানুষ।

মুক্তাগাছা উপজেলার মানকুন ইউনিয়নের নিমুড়িয়া (ডোবারপাড়) এলাকায় কইল্লা খালের উপর প্রায় দেড়শ' বছর আগে কালভার্টটি নির্মিত হয়। 

সড়কটি দেখভালের দায়িত্বে রয়েছে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সড়ক বিভাগের পক্ষ থেকে কালভার্টের দুই পাশে বাঁশ বেঁধে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

স্থানীয় নিমুড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল জলিল বলেন, ব্রিটিশ আমলের কালভার্ট ছিল এটি। দুর্বল হয়ে পড়া কালভার্ট দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন চলে। কালভার্টিটি ভেঙে পড়ায় মানুষ দুর্ভোগে পড়েছে।

সড়কে চলাচলকারী স্বাস্থ্য বিভাগের কর্মী তারিকুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙে সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অবস্থায় অন্তত ১৫ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে মুক্তাগাছা শহরে যেতে হবে। 

সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সমকালকে বলেন, ভারী যান পারাপারের সময় ধসে পড়ে এটি। বেইলি ব্রিজ স্থাপন করে সাময়িকভাবে সড়ক চলাচল স্বাভাবিক করা হবে। আগামী বৃহস্পতিবার নাগাদ সড়কটিতে বেইলি সেতু স্থাপন শেষে যানচলাচল স্বাভাবিক হতে পারে।


আরও পড়ুন

×