টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০ | ০৫:১৩
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে; এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম না জানা গেলেও তিনি রোহিঙ্গা মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে র্যাব। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে লোথোরঘোনা পাহাড়ে যায় র্যাবের একটি টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সামনে ব্রীজে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার ছালামত উল্লাহ (৪০) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের মোস্তফা কামালকে (৪০) ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।