ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাসে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

বাসে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ২১:৪৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ২২:৪৬

সিলেট থেকে দিরাইগামী বাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ওই ছাত্রীর বাবা দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় চলন্ত বাস থেকে মেয়েটি লাফিয়ে পড়েন। পরে আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নির্যাতিত মেয়েটির বাড়ি দিরাই পৌর শহরে। তিনি দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে চালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×