আ. লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটিতে চট্টগ্রামের মাহবুব ও তানভীর

বাঁ থেকে মাহবুবুল আলম ও সৈয়দ মোহাম্মদ তানভীর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৯:১০
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ-কমিটির তালিকায় তাদের নাম থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটিতে চট্টগ্রাম থেকে কেবল এই দুইজনকে অন্তর্ভূক্ত করা হয়। ৬০ সদস্যের উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাজী আকরাম উদ্দীন আহমদকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে মো. সিদ্দিকুর রহমানকে।
এ বিষয়ে মাহবুবুল আলম বলেন, ‘আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় আমি আনন্দিত। এজন্য আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব।’
একই প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, ‘নতুন এই দায়িত্বের মাধ্যমে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন সেটির সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমি।’
- বিষয় :
- আওয়ামী লীগ
- চট্টগ্রাম চেম্বার
- উপ-কমিটি