শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৪:৪৪
শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাওড়াগড় বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালকের নাম নূরল ইসলাম গাজী (৫৮)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সদর থানার পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশায় চড়ে সড়কে টহল দিচ্ছিলেন। হাওড়াগড় বাঁশতলা এলাকায় এসে চালক নূরল ইসলাম গাজী গাড়ী থামিয়ে নামার সময় পেছন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।