সফল উদ্যোক্তা হওয়ার গল্প শোনালেন এনামুল

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক মোল্লা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:৩০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৯:২৫
সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনিয়ে শত শত তরুণকে উৎসাহিত করলেন এনাম হ্যাচারী অ্যান্ড ফিডস লিমিডেটের এমডি এনামুল হক মোল্লা। বললেন, জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। ঝুঁকি নিতে হবে। সফলতা কখনো একা একা আসে না। সাধনার মাধ্যমে তাকে আনতে হয়।
শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকায় প্রতিষ্ঠিত এনাম হ্যাচারী অ্যান্ড ফিডসের দ্বিতীয় প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব প্রেরণামূলক কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) ডা. আজিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আজ থেকে ২৪ বছর আগের কথা। বাবার কাছে ১০ হাজার টাকা ও স্ত্রীর গয়না বিক্রি করার পাশাপাশি স্থানীয় গ্রামীণ ব্যাঙ্কের শাখা থেকে কিছু টাকা ঋণ নিয়ে বাড়ির উঠোনে ৩০০ লেয়ার মুরগির বাচ্চা কিনে লালন পালন করেন। বছর দুয়েক যাওয়ার পরেই এ থেকে লাভের মুখ দেখেন। সেই লাভের টাকা ও কিছু ঋণ নিয়ে আরও লেয়ার মুরগির বাচ্চা কেনেন। এভাবে একপর্যায়ে বাচ্চার খাদ্য উৎপাদনও শুরু করেন। তার সুনাম এলাকা থেকে সারাদেশে ছড়িয়ে পড়লে খামারীরা তার কাছ থেকে মুরগির বাচ্চা কিনতে আসেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
এতে বক্তব্য রাখেন এল আর আইয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নকীব উলতা সিদ্দিকী, জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য রাশিদা খন্দকার, আলেক শিকদার প্রমুখ। পরে এনাম গ্রুপের পক্ষ থেকে এলাকার ৫ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।
- বিষয় :
- উদ্যোক্তা
- গাজীপুর
- সফল উদ্যোক্তা