দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৩:৫১
চুয়াডাঙার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আলিফ (৭) ও হাকিম ফরাজী (৪০)। এর মধ্যে আলিফ দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা নতুনপাড়ার জিয়াউর রহমানের ছেলে এবং চিৎলা দারুল আরকাম নূরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র। অন্যদিকে নিহত হাকিম ফরাজী একই উপজেলার ধান্যঘরা গ্রামের নুরু ফরাজীর ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে দামুড়হুদার জুড়ানপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে চলন্ত ইজিবাইকের ধাক্কায় আলিফ নামের ওই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। এদিকে দুপুর ২ টার দিকে ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার সময় উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরীমোড়ে ইটভর্তি একটি চলন্ত পাওয়ার ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাকিম ফরাজী নিহত হন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু
- চুয়াডাঙা
- দামুড়হুদা