ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে আ'লীগের দু'পক্ষে সংঘর্ষ, আহত ২৫

কোম্পানীগঞ্জে আ'লীগের দু'পক্ষে সংঘর্ষ, আহত ২৫

ছবি: সমকাল

কোম্পানীগঞ্জে (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ০৯:৫৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার সময় হাসপাতাল গেটে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রেজ্জাকসহ পাঁচজনকে আটক করেছে। সংঘর্ষে আব্দুর রেজ্জাকও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে সকালে চরএলাহী ইউনিয়ন থেকে বাসে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলসহ বসুরহাট বাজারে আসছিলেন। মিছিলটি বসুরহাট হাসপাতাল গেট এলাকায় এলে ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাকের ছেলে রাজিবকে উদ্দেশ্য করে মিছিলে থাকা কয়েকজন উস্কানিমূলক কথা বলেন। এ সময় মিছিলে থাকা চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল গণি ও চেয়ারম্যান রেজ্জাক গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় সেখানকার কালার ভিউ ডিজিটাল স্টুডিওসহ কয়েকটি দোকান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- চরএলাহী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, তার ছেলে রাজিব, ওই ইউনিয়নের দেলোয়ার হোসেন, রাসেল, রফিকুল ইসলাম জীবন, বেলাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম, আব্দুল মালেক, তার ভাই আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, মো. এনাম, জামাল উদ্দিন ও মো. বাহার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেপসহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক একে অন্যকে দায়ী করেছেন।

সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান আবদুর রেজ্জাক ও তার ছেলে রাজিব হোসেনসহ পাঁচজনকে আটকের কথা জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি। তিনি বলেন, চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি বাদী হয়ে আব্দুর রেজ্জাককে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা করেছেন।

আরও পড়ুন

×