ধাক্কায় ভাঙা ট্রলার যাত্রী নিয়ে ডুবতে ডুবতে পৌঁছাল তীরে

ভেঙে যাওয়া ট্রলার থেকে নামছেন যাত্রীরা- সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০৮:৪১ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৯:২৬
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী এক ট্রলারের ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে জেলে ট্রলারের ধাক্কা খেয়ে ভেঙে যায় ওই ট্রলারটি; এরপর ডুবতে ডুবতে তা যাত্রীদের নিয়ে তীরে পৌঁছায়। উপজেলার হাজিরহাট মাঝঘাট সংলগ্ন মেঘনার তীরে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলারের যাত্রীরা জানান, মনপুরার মাস্টারহাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আলাউদ্দিন মাঝির ট্রলারটি পাশ্ববর্তী হাতিয়ার চেয়ারম্যানঘাটের উদ্দেশে রওনা করে সকালে। ১০টার দিকে যাত্রী ওঠানামার জন্য এটি হাজির মাছঘাট সংলগ্ন মেঘনার তীরে অপেক্ষা করছিল। এ অবস্থায় মাছ ধরে ফেরা ইসলাম মাঝির জেলে ট্রলারটি এই ট্রলারকে ধাক্কা দেয়।
তারা জানান, এতে যাত্রীবাহী ট্রলারের একপাশ ভেঙে যায় এবং বেশকিছু যাত্রী নদীতে পড়ে যান। তীরের লোকজন ছুটে এসে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎস্যা দেন। এরপর ডুবতে ডুবতে অন্য যাত্রীদের নিয়ে তীরে পৌঁছায় ট্রলারটি
দুর্ঘটনায় আহতদের মধ্যে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা তানজু বেগম (৫) রিপা বেগম (৩০), আয়েশা বেগম(৭ মাস) হেলাল (৫৫) জসিম (৫০) দক্ষিণ সাকুচিয়ার বাসিন্দা নুরনবী (১৮), নাজিম (২০),মনোয়ারা (৫০),স্বপ্না (৪০) রিফাত (৭), মুনতাহা (২), রেহানা (৩০), ফারজানা (৬), লালমোহনের রুবেলের নাম জানা গেছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সবযাত্রী জীবিত উদ্ধার হয়েছে। যাত্রীবাহী ট্রলারের মাঝি আলাউদ্দিন মৌখিক অভিযোগ দিয়েছেন। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।
ঘটনার পর পর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
- বিষয় :
- মেঘনায় ট্রলারডুবি
- ভোলা