প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

সাবিনা আক্তার
কিশোরগঞ্জ অফিস ও কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০২:৫৯ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৩:২৫
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কমরভোগ গ্রামের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের শয়ন কক্ষ থেকে রক্তমাখা কম্বল ও বিছানার চাদর জব্দ করেছে পুলিশ।
নিহত সাবিনা আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ফুল মিয়ার মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মা-বাবার বসতঘরের সঙ্গে সংযুক্ত বারান্দার ছোট্ট কক্ষে সবিনা আক্তার ঘুমাতে যান। বুধবার ভোরে সাবিনার বাবা ফুল মিয়া নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় তিনি সাবিনার ঘরে ঢুকলে রক্তাক্ত অবস্থায় তার দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পিতা ফুল মিয়া জানান, তার চার মেয়ের মধ্যে সাবিনা সবার ছোট। অন্য মেয়েদের একটু দূরে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েকে তার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সাথে ৩ বছর আগে বিয়ে দেন। বড় ভাই ও তার ঘর একই আঙিনায়। তিনি মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের মা মদিনা বেগম বলেন, বিয়ের পর সাবিনার স্বামী বিদেশ চলে যায়। মেয়েকে স্বাবলম্বী করার জন্য তিনি তাকে সেলাই কাজের প্রশিক্ষণ নিতে বলেন। মেয়েও আগ্রহ নিয়ে সেলাই কাজ শিখে। ইদানিং সে বাড়ির আশেপাশের ছোট ছেলে মেয়েদের নিয়ে জামা কাপড় সেলাইয়ের কাজ শুরু করে। গত রাতেও সে সেলাইয়ের কাজ করে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। তবে কে বা কারা কিভাবে দরজা খুলেছে তা বুঝে উঠতে পারছেন না। তার ধারণা, টয়লেটে যাওয়ার পর কেউ ধারালো অস্ত্র নিয়ে চুপিসারে মেয়ের কক্ষে লুকিয়েছিল। তার অভিযোগ, গভীর রাতে মেয়েকে হত্যা করে তার ব্যবহৃত দেড় ভরি ওজনের গলা, নাক, কানের স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এম,এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদঘাটন করলে হয়তো হত্যার প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল না কি কোনো দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- প্রবাসীর স্ত্রীকে হত্যা
- কাটিয়াদী