প্রাইভেটকারে মাদক সরবরাহের ঘটনায় গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:৪৭ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:৫৩
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাইভেটকারে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করার অভিযোগে চালকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তারাকান্দা ও ডিবি পুলিশের অভিযানে আরো ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮ জুয়াড়িকেও। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়।
ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ধোবাউড়া উপজেলায় প্রাইভেটকার দিয়ে গাঁজা সরবরাহ করার খবর পায় পুলিশ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাইকান্দি গ্রামে অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের আবুল কাশেম, দেবাল গ্রামের আসাদ রইছ ও একই গ্রামের হাসিম ফরজুল ইসলাম ফজলুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় জেলার তারাকান্দা থানায় অভিযান চালিয়ে দয়ারামপুর এলাকা থেকে মো. বাবুল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বয়রা শেষ মোড় এলাকার বাসিন্দা। তার কাছে তল্লাশি চালিয়ে ২১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে মাদক আইনে মামলা শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া, মঙ্গলবার রাতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) দল অভিযানে যায় ত্রিশাল এলাকায়। ত্রিশালের চরপাড়া থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলাম ও নগরীর জে.সি গুহ রোড থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. তুহিন, হুমায়ুন কবির রানাকে আটক করা হয়। এছাড়া সদরের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে আরো ৮ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা শেষে বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ।
- বিষয় :
- ময়মনসিংহ
- মাদক ব্যবসায়ী গ্রেপ্তার