ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চসিক প্রশাসক সুজন করোনায় আক্রান্ত

চসিক প্রশাসক সুজন করোনায় আক্রান্ত

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০৮:৫৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে নমুনা পরীক্ষায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। 

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। একইসঙ্গে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী স্বরূপ দত্ত রাজু জানান, অসুস্থ বোধ করায় তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনা মহামারি ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ঘোষিত নির্বাচন স্থগিত করা হয়েছিল। গত পাঁচ আগস্ট মেয়র হিসেবে আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, ১৮০ দিনের জন্য প্রশাসক নিয়োগ দেয় সরকার। 

প্রশাসক হিসেবে নিয়োগ পান নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গত ৬ আগস্ট দায়িত্ব নেন তিনি। এরপর প্রতিদিনই তিনি মাঠে থেকে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও নাগরিক দুর্ভোগ লাঘবে নানা কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন

×