আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকার (ডানে)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ০৯:৪৭
সম্মেলনের প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে সভাপতি এবং খুরশীদ আলম সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদনের কাগজ স্বাক্ষর করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল। জেলা আওয়ামী লীগের সভাপতি আবতুল হাই শনিবার দুপুরে সমকালকে এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর ২০১৯ সালের ২২ জুলাই আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১৫ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, কাজী বেনজীর আহমেদ, সিরাজুল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, আবু তালেব মোল্লা, মনির হোসেন শিকদার, মেহের আলী মোল্লা, রফিকুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, সাবেক ভিপি মোজ্জাম্মেল হক জুয়েল, গোপালদী পৌর মেয়র হালিম শিকদার, মাহাবুবুর রহমান রোমান, আইন বিষয়ক সম্পাদক এড. সেলিম আল এমরান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শমসের জামান, তথ্য ও গবেষণা সম্পাদক বেলাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাই ভুঁইয়া, দপ্তর সম্পাদক আবুল হাসেম প্রফেসর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল হক মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাছিনা পারভীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মোল্লা,
শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক প্রফেসর নুরুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিয়া সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাইফুর রহমান, মোহাম্মদ উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খাঁন সোহাগ, কোষাধ্যক্ষ মো: ইব্রাহিম মোল্লা।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, এনাজুর রহমান চৌধুরী, শাহাজালাল মিয়া, এড. আব্দুর রশিদ ভুঁইয়া, মুজাহিদুর রহমান হেলো সরকার,¡ সুন্দর আলী, গোলাম মোহাম্মদ, আজাহার খাঁন, তাজিমুল ইসলাম, ইস্্রাফিল ভুঁইয়া, শ্রী শান্তি ভূষন, বিএম কামরুজ্জামান ফারুক, রফিকুল ইসলাম মানিক, বেনজীর আহমেদ ভুঁইয়া, ফরিদ পাশা, লাক মিয়া, সাহিদা মোশারফ, আলী হোসেন ভুঁইয়া, সিরাজুল ইসলাম ভুঁইয়া, সাইফুল ইসলাম স্বপন, নাজিমউদ্দিন মোল্লা, আরিফুল ইসলাম, ইকবাল হোসেন রিপন, শাহিন মিয়া, আহমেদুল কবির উজ্জল, রেজাউল করিম, নাজমুল হক, সেলিম মিয়া, মামুন অর রশিদ, মাহাবুবুর রহমান বাবলু, আলাউদ্দিন (জিএস) , শরিফুল, নাজমুল হক বাদল, আবুল হোসেন, জোনায়েদ আহমেদ ভুঁইয়া প্রিন্স, সৈকত ভূঁইয়া।
এদিকে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন আলোর পথযাত্রী পাঠাগারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- আড়াইহাজার
- কমিটির অনুমোদন