ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোমবার তিন পার্বত্য জেলায় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু

সোমবার তিন পার্বত্য জেলায় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু

ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ১০:৫৭

তিন পার্বত্য জেলায় পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে আগামী সোমবার। মুজিববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ, পার্বত্য চট্টগ্রামে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানো এবং এ অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করে তোলার জন্য এই উৎসবের আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে ১০০ প্রতিযোগী এতে অংশ নেবেন।

শনিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এসব তথ্য জানান। এ সময় জানানো হয়, এই অ্যাডভেঞ্চার উৎসবের মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে উপস্থাপন, তরুণদের উৎসাহ দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ, অ্যাডভেঞ্চার কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে সাহস ও দেশপ্র্রেম জাগ্রত করা, চ্যালেঞ্জিং বিভিন্ন ইভেন্টে তাদের অংশগ্রহণের মাধ্যমে আত্মপ্রত্যয়ী করা ও উদ্যমী যুব সমাজ গড়ে তোলা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রতিযোগিতার মধ্য রয়েছে ট্রেইল রান ও পেলিং, কানিওনিং, কায়াকিং, ট্র্যাকিং, রোপ কোর্স, কেভ ডিসকভারি, হাইকিং ও ট্রেইল রান, ট্রেজার হান্ট, হাইকিংসহ ইত্যাদি। আগামীকাল রাঙামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী, বোর্ডের কর্মকর্তা আশীষ কুমার বড়ূয়া ও হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×