ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাংবাদিক পরিচয় দিয়ে ধরা মুদি দোকানি

সাংবাদিক পরিচয় দিয়ে ধরা মুদি দোকানি

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৭:৫৫

চট্টগ্রাম আদালতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি মামলা করতে গিয়ে মোহাম্মদ আইয়ুব নামে এক মুদি দোকানিকে ৩ ঘণ্টা হাজতবাস করতে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. শফি উদ্দিন এর আদালতে এ ঘটনা ঘটে। 

সাংবাদিক পরিচয় দেওয়ার পর শুনানিতে আদালতের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী নিজে স্বীকার করেন তিনি একজন মুদি দোকানদার।

চট্টগ্রাম সদরকোর্ট আদালতের ইন্সপেক্টর আবুল বাসার সমকালকে বলেন, মোহাম্মদ আইয়ুব নামে একজন মুদি দোকানদার  ‘দৈনিক বর্তমান কথা’ পত্রিকার চান্দগাঁও প্রতিনিধি ও ‘তিতাস টিভি’র বিশেষ প্রতিনিধি পরিচয় দিয়ে একটি চাঁদাবাজির মামলা করতে আদালতে আসেন। চন্দনাইশের মোসলেম উদ্দিন নামে একজনের বিরুদ্ধে এক লাখ টাকার চাঁদাবাজির সিআর মামলা দায়ের করেন। গত ২৮ নভেম্বর বহদ্দারহাট এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানকালে আসামিদের হামলার শিকার হন বলে দাবি করেন। এসময় তার সঙ্গে থাকা টাকা ও পেনড্রাইভ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। 

পরে আদালতের সন্দেহ হলে আদালত তাকে, ‘আমার পরিবারের জন্য করোনার প্রতিষেধক দরকার'-এই লাইনটি খাতায় লিখতে বলেন। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়া আইয়ুব তা লিখতে পারেননি। আইয়ুব পরে স্বীকার করেন- তিনি একজন মুদি দোকানদার, সাংবাদিক নন। বিচারক কোর্ট পুলিশ ডেকে তাকে আটকের আদেশ দেন এবং হাজতবাসে পাঠান। ৩ ঘণ্টা পর দুপুর ২টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে আদালত আইয়ুবের পক্ষে মামলা পরিচালনা করতে আসা আইনজীবীকে সর্তক করেন।


আরও পড়ুন

×