ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে বিএনপি: মঈন খান

রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে বিএনপি: মঈন খান

ড. আবদুল মঈন খান- ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৯:৪১

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, বিশ্বব্যাপী মানুষ বুঝতে শিখেছে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন কোনো সুস্থ প্রক্রিয়া নয়। ক্ষমতায় এলে বিএনপির প্রথম কাজ হবে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করা। সুন্দরবন বাঁচাতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই। এই নেতার দাবি, সরকার উন্নয়নের ফাঁকা বুলি আওড়াচ্ছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে।

শনিবার খুলনার কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  মঈন খান এ কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

মঈন খান আরও বলেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। হাসপাতালে রাখলেও তার সুচিকিৎসা হচ্ছে না। যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে, একই অভিযোগে জামিন দেওয়ার অসংখ্য নজির এই দেশেই আছে। কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি একজন নারী এবং একজন সিনিয়র সিটিজেন। শুধু এই তিন কারণে তিনি জামিন পেতে পারেন।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট গাজী আবদুল বারী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফজলে হালিম লিটন, মনিরুজ্জামান মন্টু, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মেজবাউল আলম, মোল্লা মোশারফ হোসেন মফিজ, খায়রুল ইসলাম জনি মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু, জাবির আলী, হেমায়েত হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×