ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে এসএএও'কে বিদায়ী সম্মাননা ইউনিয়নবাসীর

বাকেরগঞ্জে এসএএও'কে বিদায়ী সম্মাননা ইউনিয়নবাসীর

শুক্রবার দুপুরে গারুরিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্যকেন্দ্রে এ সম্মাননা দেওয়া হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০৩:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ | ২২:৫৩

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. নাসির উদ্দীন খন্দকারকে বিদায়ী সম্মাননা দিয়েছেন গারুরিয়া ইউনিয়নবাসী। 

শুক্রবার দুপুরে গারুরিয়া ইউনিয়ন ডিজিটাল তথ্যকেন্দ্রে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেন গারুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ এস এম জুলফিকার হায়দার। 

নাসির উদ্দীন খন্দকার গারুরিয়া ইউনিয়নের একটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। গত বছরের ২১ ডিসেম্বর পিআরএলে যান তিনি।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন, 'সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গারুরিয়া ইউনিয়নের কৃষকদের বন্ধু হয়ে উঠেছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন খন্দকার। গারুরিয়াবাসী তাকে মনে রাখবে।'

এ সময় তার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, 'চাকরি থেকে অবসর যাওয়া মানে কর্মহীন হয়ে পড়া নয়। বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। এছাড়া আপনি মাঝে মাঝেই এসে আপনার কৃষকদের দেখে যাবেন, পরামর্শ দিয়ে যাবেন।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গারুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোখলেচুর রহমান ও ফকর উদ্দীন আহমেদ এবং বাকেরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেলাল উদ্দীন ও হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

আরও পড়ুন

×