নিকলীতে ট্রলারে আগুন চিকিৎসাধীন আরও দু'জনের মৃত্যু

কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ১০:১৪
কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান ট্রলারে দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আরও দু'জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নিকলী সদরের নগরগ্রামের আবুল হাশেম (২৫) ও জারইতলার সাজনপুর গ্রামের গিয়াস উদ্দিন (২৫)।
শনিবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন বলে নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী জানিয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার সিংপুর বাজারঘাটে ধনু নদীতে ট্রলারে মশার কয়েলের আগুন থেকে গ্যাস সিলিন্ডারে বিস্ম্ফোরণ ঘটে। এ সময় ট্রলারে ঘুমিয়ে থাকা মাঝি জহুর উদ্দিন দগ্ধ হয়ে মারা যান। আরও চারজন দগ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন চারজনের মধ্যে ওই দু'জন মারা যান।
- বিষয় :
- ট্রলারে আগুন
- দগ্ধ হয়ে মৃত্যু
- নিকলী