ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

হাতিয়ায় এবার বিবস্ত্র করে পুরুষ নির্যাতন

হাতিয়ায় এবার বিবস্ত্র করে পুরুষ নির্যাতন

পুলিশ হাতে গ্রেপ্তাররা -সংগৃহীত ছবি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০৯:১১

হাতিয়ায় এবার গ্রাম্য চিকিৎসককে বিবস্ত্র করে নির্যাতন করেছে কতিপয় বখাটে যুবক। চিকিৎসকের সঙ্গে থাকা গৃহবধূকেও মারধর করে তারা। রোববার রাতে উপজেলার ২ নম্বর চানন্দি ইউনিয়নের আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, চিকিৎসক নুর উদ্দিন রোববার সন্ধ্যায় এক গৃহবধূকে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভবনে ঢোকেন। এ সময় কতিপয় যুবক বাইরে থেকে ভবনে তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে চিকিৎসক ভবনের পেছন দিক দিয়ে ভেন্টিলেটর ভেঙে বাইরে বের হলে যুবকরা তাকে আটক করে অনৈতিক কাজ করার অভিযোগ তোলে। এর পর বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করে। একই সঙ্গে নারীকেও মারধর করা হয়। তাদের ওপর নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয় বখাটেরা। পরে নির্যাতনের শিকার নুর উদ্দিন হাতিয়া থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

তারা হলো- উপজেলার মোল্লা গ্রামের আবদুল হোসেন মেকারের ছেলে জিহাদ হোসেন, আদর্শগ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে ফারুক হোসেন, মিয়াজী গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের আবদুল করিমের ছেলে আবু তাহের; একই এলাকার আবুল কালামের ছেলে নবীর উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতিয়া থানার এক পুলিশ সদস্য জানান, এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক অনৈতিক কাজের অপবাদ দিয়ে গ্রাম্য চিকিৎসক ও এক গৃহবধূকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। নির্যাতনের ঘটনাটি তারা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ঘটনায় নির্যাতনের শিকার চিকিৎসক পরে মামলা করেন।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×