খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মদন(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০১:৫২
নেত্রকোনার মদনে পানিতে ডুবে হামজা মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে সে মারা যায়। হামজা মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেন। পরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে সে উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার এস আই আলমগীর হোসেন জানান, হামজা নামের দেড় বছর বয়সী এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
- বিষয় :
- নেত্রকোনা
- পানিতে ডুবে মৃত্যু
- মদন উপজেলা