ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

মতবিনিময় সভায় বক্তারা- সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৫:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ | ০৬:১৭

ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্য নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশনের শহীদ শাহাব উদ্দিন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। এতে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আসিফ হোসেন ডন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, সচিব রাজীব কুমার সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ। 

বিডি ক্লিন প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওই মতবিনিময় সভায় নগরীকে বর্জ্যমুক্ত গড়তে মাতামত গ্রহণ ও সিটি করপোরেশনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। বর্জ্যমুক্ত থাকতে নাগরীকদের সচেতনতা বৃদ্ধি ও যত্রযত্র আবর্জনা ফেলার জন্য আইনের প্রয়োগ করার কথাও উঠে আসে। 

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ নগরীতে প্রবেশের জন্য জেলার উত্তরাঞ্চলের মানুষকে বর্জ্যের তীব্র গন্ধে ভোগান্তি পোহাতে হতো। নগরীর শম্ভুগঞ্জ সেতু সংলগ্ন মহাসড়কের পাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডাপিং এলাকায় ফেলা হতো বর্জ্য। এসব স্তুপিকৃত বর্জ্যের তীব্র গন্ধ সৃষ্টি করে এবং ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য গড়িয়ে এসে চরম জনভোগান্তি তৈরি করতো। অবশেষে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কিছু কারণে মানুষের দীর্ঘ দিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

ময়মনসিংহ নগরীতে একদিনে বর্জ্যরে পরিমান প্রায় ৪০০ মেট্রিকটন। বিপুল এ বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল।ডাম্পিং স্টেশন এলাকাটি ছিলো ছোট এবং মূল মহাসড়ক থেকে ডাম্পিং স্টেশনের ভেতরে নিয়ে বর্জ্য ফেলার জন্য ছিলোনা কোন ব্যবস্থা। 

সম্প্রতি সিটি করপোরেশনের উদ্যোগে ডাম্পিং স্টেশনের আশেপাশের আরো কিছু এলাকা অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশনের এলাকা বৃদ্ধি করা হয়েছে এবং মহাসড়ক থেকে ডাম্পিং স্টেশনের ভেতর পর্যন্ত সড়ক নির্মাণের মাধ্যমে মূল মহাসড়ক থেকে দূরে আবর্জনা ফেলা হচ্ছে। এছাড়া, ডাম্পিং স্টেশনের বাইরে বৃক্ষ রোপনসহ সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টার ফলে গন্ধময় নোংরা শম্ভুগঞ্জ এলাকার চেহারায় আমূল পরিবর্তন এসেছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের উদ্যোগ হাতে নিয়েছে। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে। 

এ প্রসঙ্গে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদান প্রকল্পটি অনুমোদন হলে দুই বছরের মধ্যে ময়মনসিংহ নগরী জিরো বর্জ্যের নগরীতে পরিনত করা সম্ভব হবে। বর্জ্যের ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্ত রাখতে সর্বাত্মক ভাবে চেষ্টা করছেন।

আরও পড়ুন

×