ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ট্রাকের হেলপারের

আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০৪:৫২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেবই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শাহীবাগ এলাকার আবুল কালামের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা থেকে ট্রাকে কাচামাল নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন বিল্লাল হোসেন ও ট্রাকচালক। ভোর সাড়ে তিনটার দিকে ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার দেবই এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় মধ্যে সংবদ্ধ ছিনতাইকারী চক্র ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে চালক সবুজ ও হেলপার বিল্লালের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদের মারধর। এক পর্যায়ে ছিনতাইকারীরা বিল্লারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে সটকে পড়ে। পরে আহত অবস্থায় চালক ও হেলপারকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। আহত চালক সবুজকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।