ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেট থেকে বাল্কহেডে করে বাঘ এল কুমিল্লায়!

সিলেট থেকে বাল্কহেডে করে বাঘ এল কুমিল্লায়!

আটক মেছো বাঘ- সমকাল

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০৯:২৮

সিলেট থেকে বালুবাহী বাল্কহেডে করে কুমিল্লায় একটি মেছো বাঘ এসেছে। বাঘটি আটক করেছে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের লোকজন।

রোববার ওই বাঘটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায়।

তিনি বলেন, নলচর গ্রামের লোকজন বাঘটিকে আটক করে উপজেলায় নিয়ে আসে। আমরা বাঘটিকে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। এবার যা করার জেলা প্রশাসন করবে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে বালুবাহী একটি বাল্কহেড উপজেলার মেঘনা নদীর তীর সংলগ্ন নলচর গ্রামে নোঙর করে। এসময় বাল্কহেড থেকে একটি বাঘ লাফিয়ে পড়ে। বাঘটি গ্রামের কবরস্থানের দিকে দৌড় শুরু করে। পরে গ্রামবাসী কৌশলে বাঘটি আটক করে।

স্থানীয়দের ধারণা, ওই বালুবাহী বাল্কহেডে সবার অগোচরে ওঠে পড়ে বাঘটি। এরপর সুযোগ পেয়ে আবার নলচর গ্রামে নেমে যায়।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ইউএনওকে বাঘটি কুমিল্লায় পাঠানোর জন্য বলা হয়েছে। কুমিল্লায় এলে আমরা বাঘটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করব।

আরও পড়ুন

×