ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দেওয়া সেই বশিরকে নিয়ে তোলপাড়

আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দেওয়া সেই বশিরকে নিয়ে তোলপাড়

বশির উদ্দিন

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৮:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৯:২৩

সিলেটের জৈন্তাপুরে বরাদ্দ পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামের মৃত রুনা মিয়ার ছেলে বশির উদ্দিন। নিজেকে গৃহহীন ও ভূমিহীন নয় দাবি করে রোববার স্থানীয় এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাতে ঘরের কাগজপত্র ফেরত দিয়ে তিনি আলোচনায় আসেন।

সব প্রক্রিয়া সম্পন্ন করে দলিল গ্রহণের পর কেন সেটি মন্ত্রীর কাছে হস্তান্তর করলেন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কারো ইন্ধনে বশির এসব করেছেন বলেও মন্তব্য করছেন অনেকে। এ অবস্থায় বশিরকে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি বাড়ি থেকে ডেকে নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে বশির সমকালকে বলেন, 'এখন আমার পাশে কেউ নেই। আমি চাপে আছি।' 

এদিকে বশির ঘর ফেরত দেওয়ার ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন সমকালকে বলেন, 'আমরা রাতদিন কাজ করছি সরকারের আশ্রয়ণ প্রকল্প নিয়ে। জনপ্রতিনিধিদের তালিকা আমরা ভেরিফাই করে থাকি। বশির আগের দিন দলিল নিয়ে পরেরদিন কেন ফেরত দিলেন? তিনি ভূমিহীন না হলে আগে জনপ্রতিনিধিদের বলেননি কেন?'

উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভিন্নমত: ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দিলেন বশির’ শিরোনামে রোববার সমকালে প্রকাশিত সংবাদের শেষাংশে নিজের বক্তব্যের বিষয়ে ভিন্নমত দিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। তিনি সোমবার এক প্রতিবাদলিপিতে বলেন, ‘আমি কোনো সাংবাদিক বা কারো কাছে কোনো বক্তব্য প্রদান করিনি।' 

আরও পড়ুন

×