ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আলীম জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল

আলীম জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল

আলীম জুট মিল শ্রমিকদের ভুখা মিছিল- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৯:৫৭

খুলনাসহ দেশের ২৪টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ চলমান থাকলেও একমাত্র খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সোমবার আটরা শিল্পাঞ্চলের রাজপথে ভুখা মিছিল বের করেন শ্রমিকরা। পাটকলটির শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা থালাবাটি হাতে নিয়ে মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক সরদার আমিরুল ইসলাম। 

প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম। বক্তব্য দেন ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি আলাউদ্দিন, থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মোল্যা, আলীম জুট মিল সিবিএ সভাপতি আবদুস সালাম জমাদ্দার প্রমুখ।

সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টা আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।



আরও পড়ুন

×