সরিষা ক্ষেতে মিলল নবজাতকের লাশ

খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ -সমকাল
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ১০:২০
বগুড়ার ধুনট উপজেলায় সরিষা ক্ষেত থেকে কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের সরিষা ক্ষেতে কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক ছেলে নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন ও রুহুল আমীন খান শিশুটির লাশ উদ্ধার করেন।
এসআই রুহুল আমীন খান বলেন, মঙ্গলবার নবজাতকের লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- নবজাতকের লাশ উদ্ধার
- সরিষা ক্ষেত