হাকালুকি
হাওর রক্ষায় তাঁবুবাস

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে তাঁবুবাস- লেখক
তপন কুমার দাস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ১৫:৫৬
শীতের রাত, ততটা গভীর নয়। বড়জোর ৭টা বা ৮টা হবে। কুয়াশা না থাকায় জোছনা রাতে রুপালি চাঁদের আলো আছড়ে পড়েছে বিলের পানিতে। বহুদূর থেকে আবছা আবছা দেখা যাচ্ছে দুধাই বিলের পাড়ে জনাবিশেক মানুষের ভিড়। সেখান থেকে ভেসে আসছিল গান আর বাদ্যের অপূর্ব মিশ্রণ। এই মিশ্রণ ছড়িয়ে পড়েছে হাওরের বুকে। দূর থেকে ভেসে আসা গান শুনতে শুনতে এগিয়ে চলি। কিছুক্ষণ পর পৌঁছাই বিল পাড়ে।
স্থানীয় এক বাউল তখন তার দরদি গলায় গান ধরেন, 'আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলায় কাঞ্চা সোনা'। তার গান শেষ হতেই আরেকজন ধরলেন, 'আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম'। এভাবেই চলে গভীর রাত পর্যন্ত।
'জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে হাকালুকিতে ক্যাম্পিং-২০২১' উপলক্ষে স্থানীয় বাউল শিল্পীরা গান করছিলেন। গানের বিরতিতে গান শুনতে আসা লোকজনের সঙ্গে হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় ও জলবায়ুর বিরূপ প্রভাবের বিষয়ে আলোচনা করছিলেন ক্যাম্পিংয়ের প্রধান সমন্বয়ক আবুল কাসেম ও সমন্বয়ক মৃণাল কান্তি দাস। গত শুক্র ও শনিবার মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের হাকালুকি বিট কার্যালয় এলাকায় দু'দিনব্যাপী এই ক্যাম্পিং আয়োজন করেছিল মাছরাঙা প্রকাশন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন বিষয়ে হাওরপাড়ের মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাকালুকি হাওরে দু'দিনব্যাপী এ ক্যাম্পিং ও তাঁবুবাসের আয়োজন করা হয়। নিজেদের তাগিদে জলবায়ু পরিবর্তনের নানামুখী নেতিবাচক প্রভাবের কথা মানুষকে অবগত করতে দ্বিতীয়বারের মতো হাকালুকিতে তাদের এমন উদ্যোগ। কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়াই বিচ্ছেদি, দেহতত্ত্বসহ নানা বাউল গানের টানে হাওর এলাকার নানা বয়সী মানুষ ছুটে এসেছিলেন। গানের ফাঁকে ফাঁকে তাদের প্লাস্টিক সামগ্রী বর্জন, পরিযায়ী পাখি নিধন রোধ করতে সচেতন করা হয়। রাত ১১টায় অগ্নিশিখা প্রজ্বালনের মাধ্যমে ক্যাম্পিং ও তাঁবুবাসের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পিংয়ের প্রধান সমন্বয়ক আবুল কাসেম। গণমাধ্যমকর্মী জামিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর আলোচনা করেন তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক এমএ হাসান, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, হাকালুকি ক্যাম্পিং সমন্বয়ক মৃণাল কান্তি দাস, আলীফ সুবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মাসুক মিয়া, বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন বড়লেখা উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন ক্যাম্পিংয়ের সহযোগী সমন্বয়ক রাজেশ দেবনাথ ও অম্লান দাস সৌরভ।
বক্তাদের আলোচনায় হাওর বাঁচানোর নানা পরিকল্পনাসহ জলবায়ু সংকট উত্তরণে বিভিন্ন পদক্ষেপের কথা উঠে আসে। রাতজুড়ে বিভিন্ন সেশনে বৈশ্বিক সংকট জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ক্যাম্পে আসা অতিথিদের নিয়ে আলোচনা হয়। সেসঙ্গে শিল্পী সন্দীপ দাস শংকর, চ্যানেল এস স্টারের অলক দেবনাথ, জসিম উদ্দিন, আলমগীর হোসেন জনসচেতনতামূলক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পিংয়ে আসা সবাইকে মাস্ক পরিয়ে দেন রিপন দাস। পরদিন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরে আসা পর্যটক ও স্থানীয় শ্রমজীবী মানুষের সঙ্গে হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। বিকেলে পর্যটক ও স্থানীয় লোকজনের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলির মাধ্যমে ক্যাম্পিংয়ের সমাপ্তি ঘটে।
এ প্রসঙ্গে হাকালুকি ক্যাম্পের সমন্বয়ক মৃণাল কান্তি দাস বলেন, হাওর এলাকায় আসা পর্যটকরা পানিতে বিভিন্ন প্লাস্টিক সামগ্রী, পলিথিনের প্যাকেট ইত্যাদি ফেলে যান। যা হাওরের পরিবেশকে প্রতিনিয়ত সংকটে ফেলছে। হাওরে থাকা জীববৈচিত্র্য হুমকির মুখে। মৎস্য ভান্ডারখ্যাত হাকালুকি হাওরে দিন দিন মাছের প্রজনন কমছে।
হাকালুকি ক্যাম্পের প্রধান সমন্বয়ক আবুল কাসেম বলেন, হাকালুকি ক্যাম্পের মধ্যদিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি। সরকার জনগণের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য জাতীয় 'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা' নামে একটি নতুন কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এই কর্মসূচির দ্রুত বাস্তবায়ন হোক। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ বিপর্যয় রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার এখনই সময়। তিনি আরও বলেন, প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বর্তমান হারকে হ্রাস করার একমাত্র উপায়।
- বিষয় :
- মৌলভীবাজার
- হাকালুকি
- হাকালুকি হাওর