ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদারীপু‌রে হত্যা মামলায় ২ জ‌নের মৃত্যুদণ্ড

মাদারীপু‌রে হত্যা মামলায় ২ জ‌নের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০২:৩৩

মাদারীপু‌রের রা‌জৈ‌রের শা‌হেদ বেগ (৪০) হত্যা মামলায় দুইজন পলাতক আসামির ফাঁ‌সির আ‌দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপু‌রে অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দে‌ৗস মৃত্যুদণ্ডের পাশাপা‌শি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হ‌লেন-‌ রা‌জৈর উপ‌জেলার হরিদাসদী ম‌হেন্দ্রদী ইউ‌নিয়‌নের ইউসুফ আলী মুন্সীর ছে‌লে সে‌লিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজা‌দের ছে‌লে পা‌ভেল শিকদার।

সাজাপ্রাপ্ত এ দুই আসামি পলাতক ব‌লে জানান পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং।

মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত শা‌হেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফেরছিলেন। ওই রাতে রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লের ম‌ধ্যে তার লাশ পাওয়া যায়। 

আরও পড়ুন

×