ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩ লাখের বেশি ভোটের ব্যবধানে জয় রেজাউলের

৩ লাখের বেশি ভোটের ব্যবধানে জয় রেজাউলের

নগরীর বহদ্দাহাট মোড়ে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর 'ভি চিহ্ন' দেখান রেজাউল করিম চৌধুরী। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৭:১৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ১৪:১৪

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) রেজাউল করিম চৌধুরী রেজাউল করিম চৌধুরীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী (ধানের শীষ প্রতীক)  ডা. শাহাদাত হোসেনের চেয়ে তিনি তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। আর দু'টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। ঘোষিত ফলে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির  ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বুধবার রাত পৌনে একটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। 

এদিকে এ নির্বাচনে কাউন্সিলর নতুনের জয়জয়কার হয়েছে। ৩৯টি ওয়ার্ডের মধ্যে সবকটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১৯টিতে জয় নতুনদের। আর এবারই প্রথম চসিকের কোনো ওয়ার্ডে জয় পাননি বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী। 

এর আগে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলেছে। এরপরই শুরু হয়েছে ভোট গণনা। বিকেল ৫টার দিকে নির্বাচনের ফল আসতে শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ফল ঘোষণা শুরু করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

শীতের সকালের শুরুতে বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি ছিল বেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে। এরই সঙ্গে বাড়ে উৎকণ্ঠাও। সারাদিন ঘটে সহিংসতা, রক্তারক্তি আর হতাহতের মতো ঘটনাও।


সকাল ১০টার দিকে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। নিহত মো. আলম (২৮) কুমিল্লার বুড়িচং এলাকার সোলতান আহমেদের ছেলে।

দুপুরে নগরীর লালখান বাজার চানমারি রোডে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: সমকাল
ভোটগ্রহণ চলাকালে নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সঙ্গে আরেক পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০-১২ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দেন। একটি কেন্দ্রেও এজেন্ট দিতে না দেওয়া, তার মেয়ের উপর হামলা ও নিজের ভোটটাও দিতে না পারার অভিযোগে মণি ভোট বর্জনের ঘোষণা দেন।

নির্বাচনে ভোট কেন্দ্রে মারামারি ও সহিংসতার ঘটনায় নগরীর কোতোয়ালী থানার ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বর্তমান কাউন্সিল বিএনপি নেতা এবং বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করে পুলিশ। কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে ইসমাইল বালীকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামকে আটক করায় বিকেল তার সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ছবি: সমকাল
বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেন শাহাদাত। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তবে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানান। জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে বলেন, ‘ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। কোথাও কাউকে বাঁধা দেওয়া হচ্ছে না। আশা করি, আমি জয়লাভ করবো।’ 

এ সিটি কর্পোরেশনে ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে মেয়র এবং ৪১টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। নির্বাচনে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। মেয়র পদে সাতজন ও কাউন্সিলর পদে ২২৯ জন প্রার্থী ভোটে লড়েছেন।

আরও পড়ুন

×