নির্বাচনের নামে চট্টগ্রামে কী হয়েছে দেশবাসী দেখেছে: ডা. শাহাদাত

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ১০:১৮
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, 'আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতা ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে, সেটা শত সীমাবদ্ধতা সত্ত্বেও মিডিয়ার কারণেই দেশ-বিদেশের মানুষের কাছে পরিস্কার হয়েছে। সবাই দেখেছে, নির্বাচনের নামে বুধবার চট্টগ্রামে কী হয়েছে।'
বিবৃতিতে শাহাদাত অভিযোগ করে বলেন, 'মামলা-হামলা, সন্ত্রাসীদের হুমকি-ধমকি, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন হয়রানি, পথে পথে বাধা-নির্যাতন, শত প্রতিকূলতার পরও চট্টগ্রামের জনগণ আমার তথা বিএনপির পক্ষে তাদের সমর্থন অব্যাহত রেখেছিল। এ কারণে ভয় পেয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি সন্ত্রাসীরা। অথচ ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলেই জনগণ আওয়ামী লীগ আর প্রশাসনের সব চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকেই নির্বাচিত করত। এর পরও অনেক এলাকায় জনতা ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, সাধ্যমতো প্রতিবাদ করেছে। চট্টগ্রামের বীর জনতাকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।' নেতাকর্মীদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শাহাদাত।
আহতদের দেখতে হাসপাতালে: নির্বাচনে সহিংসতায় আহতের দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালে গিয়ে ভর্তি থাকা বিএনপির কর্মীদের খোঁজখবর নেন। এ ছাড়া কয়েকজন নেতার বাড়িতেও যান বলে বিএনপি সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির ভাগিনা আলমের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ডা. শাহাদাত। এরপর তিনি যান নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের ৩৯ নম্বর কেবিনে। সেখানে রামদার কোপে গুরুতর জখম যুবদল কর্মী পারুলের চিকিৎসার খোঁজখবর নেন। পাহাড়তলীতে আহত মহিলা দল নেত্রী সখিনা বেগমকেও দেখতে যান তিনি।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনে সন্ত্রাসীদের হাতে আমাদের প্রায় ২০০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। সব সময় তাদের পাশে থাকার বার্তা দিয়েছি।