মিরকাদিমে কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে জখম

হাসপাতালে চিকিৎসাধীন আহত কাউন্সিলর প্রার্থী আবু তাহের। ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০২:২৮
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কাউন্সিলর প্রার্থী আবু তাহেরের ওপর হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে ও মাথায় ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে পৌরসভার কমলাঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আবু তাহের মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
আবু তাহের স্ত্রী মধুবালা বেগমের অভিযোগ, একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে জড়িত সবাই আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ কালাম ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালামের কর্মী-সমর্থক।
এ ঘটনায় আবু তাহেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হবে বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে। সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল এবং পুলিশের অপর একটি টিম কমলাঘাট এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত আ'লীগ নেতার স্ত্রী মধুবালা ও স্বজনরা জানান, গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট না দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ায় স্থানীয় এমপি ক্ষুব্ধ হন আবু তাহেরের ওপর। এর জের ধরেই তার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, উপজেলা নির্বাচন নিয়ে ক্ষোভ ছিল। এর মধ্যে বিদ্রোহী মেয়র প্রার্থী শহীদুল ইসলাম শাহীনের ঘনিষ্ঠজন হওয়ায় প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেনের নেতৃত্বে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিটন মিয়া, জিল্লুর, জনি, আকাশসহ ৫০-৬০ জনের বাহিনী পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়।
সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
- বিষয় :
- নির্বাচনে সহিংসতা
- মুন্সীগঞ্জ